ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাওয়ের কর্মসূচি শিক্ষার্থীদেরছবি: তানভীর আহাম্মেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন। বেলা দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলছিল।
শাহরিয়ার হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে গত শুক্রবার দুপুরের দিকে শাহবাগ থানা ঘেরাও করেছিলেন শিক্ষার্থীরা। পরে তাঁরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সরে যান। এখন শিক্ষার্থীরা বলছেন, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ‘প্রকৃত’ আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা আবার শাহবাগ থানা ঘে
রাওয়ের কর্মসূচি পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা শাহবাগ থানা ঘেরাওয়ের পর তাঁরা এই আলটিমেটাম দিয়ে সরে যান।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শিক্ষার্থীদের একটি দল। দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা শাহবাগ থানা ঘেরাও করেন। বেলা দেড়টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে তাঁরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। শাহরিয়ার হত্যার সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করেন তাঁরা।