বাংলাদেশে সুপরিচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা বিমানবন্দরে আটকের পর হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার আটকের পর আজ সোমবার আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, আওয়ামী লীগ আমলে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে সরকারি উদ্যোগে বানানো সিনেমায় অভিনয়ের জন্যই মিজ ফারিয়াকে এখন 'শাস্তি' দেয়া হচ্ছে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অবশ্য জানিয়েছেন, তার ভাষায় 'ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হওয়ার কারণে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে'।
সরকারের সংস্কৃতি উপদেষ্টা এ ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে বলেছেন, 'আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে'।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য বলেছেন, মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।