“কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া, চারদিকে তোলপাড়”
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া!
অবশেষে জামিনে মুক্তি পেলেন আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন তিনি। বিষয়টি UD 24 News-কে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর নুসরাত ফারিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, রাজধানীর ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন—যার ফলে নির্ধারিত তারিখের (২২ মে) আগেই তিনি কারামুক্ত হলেন।
নুসরাত ফারিয়ার এই মুক্তি ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নানান আলোচনা। মুক্তির পর তিনি গণমাধ্যমের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে কথা বলেননি।