ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, ভিন্নমত নিয়ে পুনর্বিবেচনার কথা বলল জামায়াত। ছবি দেওয়ান রনি
সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। এ নিয়ে জামায়াতের সঙ্গে প্রথম পর্যায়ে দ্বিতীয় দফা আলোচনা করছে কমিশন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ভিন্ন মত নিয়ে জামায়াতে ইসলামীর নীতিনির্ধারক পর্যায়ে পুনর্বিবেচনার বিষয়টি তুলে ধরেন। আর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের পুনর্বিবেচনার ভিত্তিতে অনেকগুলো জায়গায় মত পরিবর্তন করে ঐকমত্য পোষণের কথা জানান।