ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আজ সোমবারও বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা।
সকাল ১০টা থেকে বিকেল চারটার কিছু আগে পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের একপাশ বন্ধ করে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকেরা। ট্রাক এবং দড়ি দিয়ে সড়ক বন্ধ করে অবস্থান নেন তাঁরা। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে গুলিস্তান সদরঘাট সড়কে।
সরেজমিনে দেখা যায়, গুলিস্তান মাজার থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এলাকা দখলে রাখেন ইশরাকের সমর্থকেরা। নগর ভবন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বসানো মাইকে চলে স্লোগান। ছোট ছোট মিছিল বের হয় । নগর ভবনের প্রধান ফটকের সামনে সংগীত পরিবেশন করা হয়।
‘ঢাকাবাসী’ ব্যানারে আজ ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইশরাকের সমর্থকেরা। আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন সাবেক সচিব মশিউর রহমান।