শিয়াপন্থিরা যুদ্ধ শুরু করে গর্তে লুকিয়ে থাকলো আর যুদ্ধ থামানোর সার্বিক তৎপরতা করলো প্রিন্স মুহাম্মদ।
এরপরও বাংলার শিয়াপন্থিরা শুধু সৌদির ভুলগুলিই ধরে ধরে গুনে গুনে প্রচার করবে এবং সরলমনা মানুষগুলোকে পথভ্রষ্ট করে শিয়াপন্থি বানাবে,,, হে আল্লাহ তুমি এই শিয়াপন্থিদের থেকে ইসলামকে এবং বাংলাদেশকে হেফাজত করো আমীন।