আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর যমুনা বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম এবং বেশ কিছুক্ষণ ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলোচনা করেন।
যদিও তিনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আলোচনার বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে একই সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।